ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে পীর যাত্রাপুর মানবতার দেয়াল উদ্বোধন
সৌরভ মাহমুদ হারুন
Published : Tuesday, 9 March, 2021 at 6:42 PM
বুড়িচংয়ে পীর যাত্রাপুর মানবতার দেয়াল উদ্বোধন কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের পরিবার পরিকল্যাণ কেন্দ্রের ইনচার্জ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা.মোঃ শামীমুল ইসলাম বাবুলের উদ্যোগে আর্ত মানবতার দেয়াল  উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকালে পীর যাত্রাপুর পরিবার পরিকল্যাণ কেন্দ্রে এ মানবতার দেয়াল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের।
ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জাহের চেয়ারম্যান ও ডা. মোঃ শামীমুল ইসলাম বাবুলের ব্যক্তিগত অর্থায়নে মানবতার দেয়ালে জামা কাপড় চোপড় হেঙ্গারে  রাখা হয়।
এলাকার যে সব সাধারণ মানুষ অর্থা অভাবে জামা কাপড় চোপড় পরিধান করতে সক্ষম না তাদের জন্য এ মানবতার দেয়াল। অপর দিকে উল্লেখ করা হয় আপনার যা প্রয়োজন নেই তা আপনি এখানে রেখে যান। আপনার যা প্রয়োজন তা আপনি এখান থেকে নিয়ে যান। মানবতার দেয়ালে দিতে গর্ব বোধ করবেন না এবং নিতে লজ্জা বোধ করবেন না।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মোঃ নুরুল ইসলাম সর্দার,মোঃ সুলতানা আহাম্মদ মুন্সি প্যানেল চেয়ারম্যান, মোঃ জসিম উদ্দিন মেম্বার,  মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র লীগ নেতা রাশেদুল ইসলাম সুমন, যুব লীগ নেতা মোঃ আবুল হাসান ভূইয়া, ইউনিয়ন পরিবার পরিকল্যাণ পরিকল্যাণ সহকারী নুরুন্নার বেগম, নাছিমা বেগম, বকুল আক্তার প্রমুখ।