ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে প্রান্তিক জনগোষ্ঠির মান উন্নয়ন শীর্ষক ওরিয়েন্টেশন কোর্স
মো. হাবিবুর রহমান
Published : Tuesday, 9 March, 2021 at 6:57 PM
মুরাদনগরে প্রান্তিক জনগোষ্ঠির মান উন্নয়ন শীর্ষক ওরিয়েন্টেশন কোর্স কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষানবিশ প্রশিক্ষণার্থীদের এক দিনের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়। মঙ্গলবার উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ কবির আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান রনি প্রমুখ। ওরিয়েন্টেশন কোর্সে ১৬ জন নরসুন্দর, চারজন কুমার ও দুইজন কামার অংশ নেয়। শেষে প্রশিক্ষণ ভাতা বাবদ প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেন।
ওরিয়েন্টেশন কোর্সে আসা নরসুন্দররা বলেন, আমাদের কাজ হচ্ছে মানুষকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা। সরকার এ কোর্সের আয়োজন করে আমাদেরকে মূল্যায়ন করেছেন। উপজেলা সমাজ সেবা অফিসার কবির আহামেদ আমাদেরকে যত্ন সহকারে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জ্ঞান দেন এবং সরকার কর্তৃক বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আমাদের কাজকে আরো আধুনিকতায় রূপান্তরিত করবো সে বিষয়ে পরামর্শ প্রদান করেন। আমরা যেমন আনন্দিত, তেমনি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অপর দিকে ৪ জন নারী কুমার বলেন, আগে মাটির তৈরী বিভিন্ন তৈজষপত্র চাহিদা ছিল বেশ। বর্তমানে আধুনিক বিভিন্ন আসবাবপত্রের চাহিদার আদলে মাটির তৈরী জিনিসপত্রের ব্যবহার কমতে শুরু করেছে। সরকার আমাদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়ে দিলে আমরাও যুগোপযোগি নিত্যদিনের ব্যবহারের জিনিসপত্র তৈরী করতে সক্ষম হবো।