ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রেললাইনে মোবাইলে কথা, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
Published : Tuesday, 9 March, 2021 at 7:25 PM
রেললাইনে মোবাইলে কথা, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আমির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মার্চ) রাত পৌনে ৪টার দিকে নিকুঞ্জ রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তী থানার দৈয়ারা গ্রামে। ঢাকার নাখালপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। গার্মেন্টস স্টকলটের ব্যবসায়ী ছিলেন।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনাস্থলের লোকজনের কাছে থেকে আমরা জানতে পেরেছি নিকুঞ্জ রেল ক্রসিংয়ে রেললাইনের ওপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিলেন আমির হোসেন। এসময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিহতের বড় ভাই আলী হোসেন জানান, নাখালপাড়ার বাসা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন আমির। পরে একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। রেলওয়ে থানা পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।