ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতের বিপক্ষে স্রেফ উড়ে গেল দক্ষিণ আফ্রিকা
Published : Tuesday, 9 March, 2021 at 7:53 PM
ভারতের বিপক্ষে স্রেফ উড়ে গেল দক্ষিণ আফ্রিকাভারত সফরে জয়ে শুরু করা দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় পাত্তাই পেল না।

ভারতীয় তারকা পেসার ঝুলন গোস্বামী ও বাঁ-হাতি স্পিনার রাজেশ্বরী গায়কওয়াডের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৪১ ওভারে ১৫৭ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন লারা গুডাল। ৩৬ রান করেন অধিনায়ক সুন লুইস।

ভারতীয় পেসার ঝুলন ১০ ওভারে ৪২ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ৩ উইকেট নেন  গায়কওয়াড। ২ উইকেট নেন মানসি জোশি।

মঙ্গলবার ভারতের লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে ১৫৮ রানের সহজ টার্গেঠ তাড়া করতে নেমে ২২ রানে ওপেনার জেমিমাহ রদ্রিগেসের উইকেট হারায় ভারত।

এরপর পুনম রাউতকে সঙ্গে নিয়ে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২৮.৪ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্মৃতি মান্দানা। দলের হয়ে ৬৪ বলে ১০ চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৮০ রান করেন স্মৃতি। ৮৯ বলে আট চারের সাহায্যে অপরাজিত ৬২ রান করেন পুনম রাউত।  

৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে ভারত।