সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচক সামান্য কমেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১২ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ কমে ৫ হাজার ৫৯১ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকার পুঁজিবাজারে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। মঙ্গলবার ঢাকায় ১ হাজার ৪৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৭২১ টাকা ৫১ লাখ ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, আর কমেছে ১৫৭টির। আর অপরিবর্তিত রয়েছে ১২১টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৬ দশমিক ১২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৫ পয়েন্টে।
ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো, রবি, লাফার্জ, সামিট পাওয়ার, বেক্সফার্মা, বিএটিবিসি, লংকাবাংলা, জিবিবিপাওয়ার, স্কয়ার ফার্মা এবং ওরিয়নফার্মা।
ঢাকার পুঁজিবাজারে দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি হলো- লুব রেফ, রহিমা ফুড, বার্জার, জিক্িউ বলপেন, পেনিনসুলা, লাফার্জ, রবি, গোল্ডেন সন, শাইন পুকুর সিরামিকস এবং পাওয়ার গ্রিড।
ঢাকার পুঁজিবাজারে দাম কমার তালিকার শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, প্যারামাউন্ট ইন্সুরেন্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স, ইমমি বাটন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৫৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৩ শতাংশ কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সোমবার ৫০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৮ কোটি ৮৬ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দর।