ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জয় পেল জুভেন্টাস,ভাই-ব্রাদার্স সংরাইশ ও এনআরএস
Published : Wednesday, 10 March, 2021 at 12:00 AM
 
তানভীর দিপু: গতকাল কুমিল্লা স্বাধীনতা টি-টেন টুর্নামেন্টে জয় পেয়েছে জুভেন্টাস, ভাই-ব্রাদার্স, সংরাইশ ও এনআরএস। বিশাল ব্যবধানে জয়, দলের সম্মিলিত নৈপুণ্য কিংবা বোলিং-ব্যাটিংয়ে একক দাপট!
সাথে একের পর এক রানের রেকর্ড গড়ছে দলগুলো। গতকাল দিনের শেষ ম্যাচে দেখা গেলো আরেক দৃষ্টান্ত।
১০ ওভারে ২২২ রান করেছে জুভেন্টাস। সিজেডএস গানার্সদের বিপক্ষে বিশাল এই সংগ্রহ টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড। হিসেব মতে, প্রতি ওভারে ২২ রানেরও বেশি করে গড় রান করে জুভেন্টাসরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জুভেন্টাস। মহসিন ৮৪ ও রচি ৮৪, দুই জনের সাইকোন ব্যাটিংয়ে কুপোকাত হতে থাকে গানার্সের বোলাররা। সবশেষ ২২২ রানে গিয়ে থামে তাদের ইনিংস।
জবাবে বোলিংয়ে বিধ্বস্ত সিজেডএস গানার্স ব্যাট করতে নেমেও একের পর এক হোঁচট খেতে থাকে। ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৭ রানেই থেমে যায় গানার্সরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে সাকিব।   ১৩৫ রানের বিশাল জয় পায় জুভেন্টাস। এদিকে গতকাল দিনের প্রথম খেলায় দুর্দান্ত প্রতিদ্বন্দীতা হয়। দৌলতপুর কিংসকে ২৫ রানে হারায় ভাই ব্রাদার্স কাব। টসে জিতে ফিল্ডিংয়ে নামে দৌলতপুর। ব্যাট  করতে নেমে ১০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান করে ভাই ব্রাদার্স। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে নাফিস। দৌলতপুরের বিল্লাল নেয় ২৩ বলে ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ১০০ রান করে দৌলতপুর। ২৫ রানে জয় পায় ভাই ব্রাদার্স।
দ্বিতীয় খেলায় বড় জয় পায় সংরাইশ বয়েজ কাব। মিররস্ কে ৯ উইকেটে হারায় তারা। টস জিতে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬১ রান করে মিররস্ রা। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করে তামজিদ। জবাবে ৪ ওভারে ১ উইকেট হারিয়েই জয় পায় সংরাইশ।
তৃতীয় ম্যাচে গোমতী চ্যাম্পিয়নসকে ৮ উইকেটে হারায় এনআরএস সুপার কিংস। টসে জিতে ৯ ওভার ৫ বলে ৬৭ রান করে সব উইকেট হারায় গোমতী।  জবাবে ৪ ওভার ২ বলেই জয়ের লক্ষে পৌছায় এনআরএস। মামুন করেন ৩৫ রান। মাত্র ২ উইকেট হারায় তারা।