স্বাধীনতা টি-টেন টুর্নামেন্টে দলীয় সর্বোচ্চ রান জুভেন্টাসের৬০ বলে ২২২ রান!
Published : Wednesday, 10 March, 2021 at 12:00 AM
তানভীর দিপু:
কুমিল্লা
স্বাধীনতা টি-টেন টুর্নামেন্টে একের পর এক রানের রেকর্ড গড়ছে দলগুলো।
গতকাল দিনের শেষ ম্যাচে ১০ ওভারে ২২২ রান করেছে জুভেন্টাস। সিজেডএস
গানার্সদের বিপক্ষে বিশাল এই সংগ্রহ টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড।
হিসেব মতে, প্রতি ওভারে ২২ রানেরও বেশি করে গড় রান করে জুভেন্টাসরা। টস
জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জুভেন্টাস। মহসিন ৮৪ ও রচি ৮৪, দুই
জনের সাইকোন ব্যাটিংয়ে কুপোকাত হতে থাকে গানার্সের বোলাররা। সবশেষ ২২২ রানে
গিয়ে থামে তাদের ইনিংস।
জবাবে বোলিংয়ে বিধ্বস্ত সিজেডএস গানার্স ব্যাট
করতে নেমেও একের পর এক হোঁচট খেতে থাকে। ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৭ রানেই
থেমে যায় গানার্সরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে সাকিব।
১৩৫ রানের বিশাল জয় পায় জুভেন্টাস।