মেম্বারের নেতৃত্বে সড়কে ছিনতাই, গ্রেফতার ৩
Published : Wednesday, 10 March, 2021 at 12:00 AM
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তায় গাছ ফেলে ছিনতায়ের ঘটনায় এক ইউপি সদস্যসহ (মেম্বার) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ছিনতাই যাওয়া মোটরসাইকেল।
গ্রেফতারকৃতরা হচ্ছে ৪নং ঘোড়াঘাট ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার রুহুল আমিন (৪১)। সে ঘোড়াঘাট উপজেলার কুন্দারামপুর চৌধুরীপাড়া গ্রামের আলহাজ লুৎফর রহমানের ছেলে। অপর দুজন হলেন, চোরগাছা গ্রামের আবুল কালামের ছেলে সাইদুল ওরফে সাইফুল (৩৭) এবং কুন্দারামপুর পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মনোয়ার হোসেন (২৬)।
এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মার্চ রাতে পাশ্ববর্তী হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের আজাদ ম-লের ছেলে আরিফ মিয়া (২৬) এক বন্ধুকে সঙ্গে নিয়ে ঘোড়াঘাট রানীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। তারা ডুগডুগিহাট রোডের জোড়া ব্রিজ পৌঁছালে কয়েকজন রাস্তায় গাছ ফেলে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ছিনতাইকারীরা চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাদের লাল কালারের টিভিএস আরটিআর মোটরসাইকেল এবং কাছে থাকা প্রায় ১৭ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। ছিনতাইকালে আরিফ মিয়া মোবাইলের আলোতে ইউপি মেম্বার আমিন এবং অপর আরেক ছিনতাইকারীর চেহারা চিনতে পারেন।
পুলিশ জানায়, সোমাবার রাত ১টায় ভুক্তভোগীরা ছিনতাইকারীদের নাম উল্লেখ করে থানায় এজাহার দেয়। পরে উপ-পরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে মেম্বারসহ আরও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। পরে তাদের তথ্য অনুযায়ী উপজেলার রুপসীপাড়া গ্রামের একটি পরিত্যক্ত চাতাল থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।