গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নিবন্ধন লেখায় মঙ্গলবার বেইজিংয়ে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ক্যারোলাইন উইলসনকে তলব করে চীন।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে বেইজিংয়ে ব্রিটিশ দূতাবাসের অ্যাকাউন্টে ওই পোস্টটি দিয়েছিলেন তিনি। খবর দ্যা গার্ডিয়ানের।
এমনিতেই হংকং, সিনজিয়াংয়ে মুসলিম উইঘুরদের নির্যাতন এবং মিডিয়া ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। তার ওপর সর্বশেষ এ পরিস্থিতি আরও উত্তেজনার সৃষ্টি করেছে।
ওই পোস্টে ক্যারোলাইন উইলসন ব্যাখ্যা করেন, বিদেশি মিডিয়া চীন সরকারের সমালোচনা করার অর্থ এই নয় যে, দায়িত্বশীল সাংবাদিকরা চীনকে পছন্দ করেন না।
তবে তারা সরকারের কর্মকাণ্ডে বিশ্বাস রেখে নজরদারির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন।
এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন সরকার ও জনগণ কখনও বিদেশি মিডিয়ার বিরোধিতা করেনি। এ ক্ষেত্রে চীন ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার নামে আক্রমণ করে ভুয়া খবর প্রচার করে যারা তাদের বিরোধিতা করেছে। ব্রিটিশ রাষ্ট্রদূত যে আর্টিকেল লিখেছেন তা পুরোপুরি ক্ষোভের প্রকাশ। কূটনৈতিক পরিভাষার সঙ্গে তা মারাত্মকভাবে অসঙ্গতিপূর্ণ।
এ বিষয়ে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।