চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নাগদা মধ্য বাজার থেকে নসিমন নামক ট্রলি গাড়ি চুরি করে পালানোর সময় চোরাই নসিমনটি উল্টে ২ চোর মারাত্মকভাবে আহত হয়েছে। জনগণ তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।
ঘটনা সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার মধ্য নাগদা ঢালী বাড়ি সামনে থেকে নূরে আলমের মালিকানাধীন নসিমন নামক তৈরিকৃত ট্রলি গাড়ি কুমিল্লা কোতয়ালি থানার শুভপুর গ্রামের কবির হোসেনের ছেলে নাঈম হোসেন (২১) ও একই এলাকার আজগর আলীর ছেলে আমিন (২০) মঙ্গলবার রাত অনুমান ৩টার দিকে গাড়িটি চুরি করে পালানোর চেষ্টা করে। বুধবার সকাল সাড়ে ৮টায় বরদিয়া আড়ংবাজার এলাকায় গাড়িটি নিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে উল্টে যায়। এতে করে ২ চোর ওই ট্রলি গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। গাড়ির মালিক নূরে আলম বিষয়টি জানতে পেরে লোকজন নিয়ে হসপাতালে ছুটে আসে। গাড়ির চুরির বিষয়টি মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনকে জানানো হলে উপ-পরিদর্শক মাহিন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।