ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সেঞ্চুরির পর রেকর্ড জুটিতে দুর্দান্ত আসগর
Published : Thursday, 11 March, 2021 at 12:00 AM
টেস্টে আফগানিস্তানের আবির্ভাব খুব বেশি দিন হয়নি। ২০১৮ সালের জুনে ভারতের বিপে অভিষেক, বুধবার আবুধাবিতে জিম্বাবুয়ের বিপে সিরিজের দ্বিতীয় ম্যাচটি তাদের ষষ্ঠতম। এই ম্যাচে দৃঢ়চেতা এক আফগানিস্তানের দেখা পাওয়া গেলো। অধিনায়ক আসগর আফগান দেশের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়ানের মর্যাদা আদায়ের পর হাসমতউল্লাহ শহীদীর সঙ্গে রেকর্ড জুটিও গড়েছেন।
হাসমতউল্লাহও আফগানিস্তানের তৃতীয় সেঞ্চুরিয়ান হওয়ার পথে। দেশটির প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে শতক হাঁকান রহমত শাহ। ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপে চট্টগ্রামে ১০২ রান করেন তিনি। জিম্বাবুয়ের বিপে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ হওয়ার আগে তাকে ছাপিয়ে এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হলেন আসগর। ১১২ বলে প্রথম টেস্ট সেঞ্চুরি করার পর তিনি অপরাজিত ছিলেন ১০৬ রানে। ৬৪ বলে সাত চারে ফিফটি করেন আফগান অধিনায়ক। তার ১৩৫ বলের ইনিংসে রয়েছে ১২ চার ও ২ ছয়।
১৫৪ বলে ৬ চারে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করা শহীদী আর ১৪ রানের অপোয়। তাহলেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হয়ে যাবে তার। ২২৯ বলে ১২টি চারে ৮৬ রানে অপরাজিত এই ব্যাটসম্যান। দলীয় ১২১ রানে আরেক হাফ সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান বিদায় নিলে জুটি বাঁধেন আসগর ও শহীদী। চতুর্থ উইকেটে তাদের ১৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি আফগানিস্তানের যে কোনও উইকেটে সর্বোচ্চ।
ক্যারিয়ারের চতুর্থ টেস্টে তৃতীয় ফিফটি হাঁকানো ইব্রাহিম ৭২ রান করেন। দ্বিতীয় ওভারে ওপেনার জাভেদ আহমাদি আউট হলে রহমত শাহর সঙ্গে ৫০ ও শহীদীর সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে দলকে স্বস্তিতে রেখেছিলেন আফগান ওপেনার। যা ধরে রেখে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে আসগর ও শহীদী। ৩ উইকেটে ৩০৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান।
জিম্বাবুয়ের পে একটি করে উইকেট নেন রায়ান বার্ল ও ভিক্টর নিয়াউচি।