তানভীর দিপু:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হারলো কুমিল্লা জিলা স্কুল। গতকাল কুমিল্লায় স্বাধীনতা টি-টেন টুর্নামেন্টে
দিনের
শেষ ম্যাচে সিজেডএস লিজে-স’০৮ কে ৭ উইকেটে হারায় অপরাজেয় ঢাকা
বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী কুমিল্লার
সন্তানদের নিয়ে গড়া হয়েছে অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয় দলটি। আর কুমিল্লা
জিলা স্কুলের ২০০৮ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের দল সিজেডএস লিজে-স’০৮।
কুমিল্লা
জিলা স্কুল ও অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাচটি দেখতে মাঠে আসেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল
হাসান রাফি, কুমিল্লায় আলোচিত নির্বাহি ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ, এএসপি
জুয়েল রানা, ডাকসুর সাহিত্য সম্পাদক কুমিল্লার সন্তান শায়ন, ঢাকা
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল। তাঁরা উপস্থিত থেকে
নিজের দলের ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন।
ম্যাচের টসে জিতে
ব্যাট করতে নামে লিজেন্ডসরা। ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৩ রান করে তারা।
দলের পক্ষে রিয়াল ২৪ এবং ইমরান করেন ১৪ রান। ঢাবি’র তুষার ২০ রানে ২ উইকেট
এবং শাহজালাল নেন ৩০ রানে ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে অনায়াসে জিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলটি। ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছায় তারা । ৭
উইকেটের বিশাল জয় পায় দলটি। ঢাবি’র শাকিল ৩৬ ও মিলন করেন ১৭ রান। জিলা
স্কুলের মিলন ৬ রানে ১ উইকেট নেন।