২৬ মার্চ কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা চত্বর নির্মাণ কাজ উদ্বোধন
Published : Thursday, 11 March, 2021 at 12:00 AM
গতকাল
বুধবার বিকালে কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে
মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা চত্বর বাস্তবায়ন কুমিল্লাস্থ কমিটির
উদোগে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন কুমিল্লাস্থ কমিটির
আহ্ববায়ক কুমিল্লা জিলা স্কুলের ১৯৭৩ ব্যাচের ছাত্র ডঃ শাহ মোহাম্মদ সেলিম।
সভায় কুমিল্লা জিলা স্কুল এলামনাই কতৃক ঘোষিত মহান স্বাধীনতার পঞ্চাশ বছর
পুর্তি উপলে ১৯৭১ এ কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন ও অধ্যায়নর বীর
মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদ প্রাক্তন ছাত্রদের সংবর্ধনা প্রদানের
সিদ্ধান্ত গৃহীত হয় । একইসঙ্গে কুমিল্লা জিলা স্কুলের বীর মুক্তিযোদ্ধাদের
স্বরণে স্কুল প্রাঙ্গণে “মুক্তিযোদ্ধা চত্বর” এর নির্মাণ কাজের শুভ উদ্ভোধন
করার সিদ্ধান্ত হয় ।
অদ্যকার এই সভায় ২৬ শে মার্চ বিকাল ৩টায়
অনুষ্টানের শুভ উদ্ভোধন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বীর যোদ্ধাদের
স্মৃতিচারণ সহ ১৯৭১ এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও তৎকালীন সময়ের
ত্রিপুরা ও কুমিল্লাস্থ শিল্পীদের অংশগ্রহণে স্বাধীনতা ভিত্তিক মনোজ্ঞ
সাংস্কুতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভায় বিভিন্ন আলোচনা
ও প্রস্থাবনা উপস্থাপণ করেন ১৫ সদস্য বিশিষ্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল
কুদ্দুস (ব্যাচ-৭৩), ইমরান বাচ্চু (ব্যাচ-৮০), সম্মানিত সদস্য অধ্য ডাঃ
কলিমউল্লাহ (ব্যাচ’৭৩), তসলিম উদ্দিন (ব্যাচ-৭৬), কমিটির সদস্য সচিব আদিল
আহমেদ (ব্যাচ-৮৫) ও জসিমউদ্দিন আহমেদ (ব্যাচ-৭৩)।
উল্যেখ মুক্তিযোদ্ধা
চত্বর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি ও
সদস্য সচিব সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক কোহিনুর পদাধিকার বলে উক্ত কমিটির
সদস্য থাকিবে ।
কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের বিভিন্ন ব্যাচের কো-অর্ডিনেটররা এই কমিটির সদস্য বলে বিবেচিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় ।
কুমিল্লা
জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে
অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য একটি অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার
করার সিদ্ধান্ত নেয়া হয় । সভার সভাপতি ডঃ শাহ মোহাম্মদ সেলিম কুমিল্লা
জিলা স্কুলে প্রাক্তন সকল ছাত্রদের উক্ত অনুষ্ঠানে সক্রিয় ভাবে অংশগ্রহণ
করে অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য্য আহ্বান জানান ।