কোম্পানীগঞ্জ বাসষ্টেন্ডের দু’পাশে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
Published : Thursday, 11 March, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
কুমিল্লা-সিলেট
মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসষ্টেন্ডের দু’পাশে অবৈধ ভাবে
গড়ে তোলা দোকানঘর উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। গত মঙ্গলবার দিনব্যাপী
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফার নেতৃত্বে এ
অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, সারা দেশে অবৈধ
স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় সড়ক ও যোগাযোগ মন্ত্রনালয়ের
ব্যবস্থাপনায় জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের নির্দেশক্রমে অভিযানের অংশ
হিসেবে কুমিল্লা-সিলেট মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে গড়ে উঠা আধামিটারেরও
অধিক জায়গায় প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যার আনুমানিক
বাজার মূল্য দুইশত কোটি টাকা।
উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে আরো
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারী কমিশনার
(ভূমি) সাইফুল ইসলাম কমল, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকোশলী মোহাম্মদ
জাফরুল হায়দায়, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর,
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান ও ওসি (তদন্ত) আব্দুন নুরসহ আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যরা।
কোম্পানীগঞ্জ বাজারের একটি প্রভাব্শালী মহল ৮/১০ লাখ
টাকা করে প্রতিটি দোকান বিক্রি করে এখন তারা গা ঢাকা দিয়েছে। ক্ষুদ্র ও
সাধারণ ব্যবসায়ীদের দাবি, এসব রাঘব বোয়ালদেরকে আইনের আওতায় আনা হোক। যাতে
করে ভবিষ্যতে সরকারি জায়গায় দোকান তৈরী করে বিক্রি করতে না পারে।
কুমিল্লা
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকোশলী মোহাম্মদ জাফরুল হায়দার বলেন,
জেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি।
উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনেকবার নোটিশ প্রদান করা
হয়েছে। কিন্তু অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলড্রেজার দিয়ে
এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে আমাদের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ
কার্যক্রম অব্যহত থাকবে।