ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পবিত্র শব-ই-মিরাজ আজ
Published : Thursday, 11 March, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র শবে মিরাজ আজ। বৃহস্পতিবার দিবাগত রাতেই পালিত হবে পবিত্র শব-ই-মিরাজ। এই রাতেই প্রিয় নবী হযরত মুহম্মদ সা. সশরীরে এবং সজ্ঞানে উর্ধাকাশে ভ্রমণ করেছিলেন। মহান আল্লাহ্র নৈকট্য লাভ করে ইসলামের বিধি-বিধান সম্পর্কে বিশেষ নির্দেশনা বয়ে আনেন। ফেরেস্তা হযরত জিবরাইল (আ.) ও হযরত মিকাইলের (আ.) সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যান। সেখান থেকে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত যান। সেখান থেকে একাকী আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাাত লাভ করেন। জান্নাত-জাহান্নাম পরিদর্শন করে রাতে তিনি ফিরে আসেন।
এ কারণে আরবী হিজরী রজব মাসের ২৬ তারিখ দিন শেষের রাত ইসলামে ইতিহাসে এক অবিস্মরণীয় এবং সম্মানিত রজনী। সারাদেশে যথাযথভাবে পবিত্র শব-ই- মিরাজ পালনের জন্য বিস্তারিত কর্মসূচী নেয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের প থেকে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প থেকে ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালনের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে দিবসটি উপলে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। সারাদেশের মসজিদগুলোতে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা ইবাদত করবেন। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (সা.)’ এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান। আলোচনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদীস ড. মাওলানা মুশতাক আহমদ।