চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম খান বিনা প্রতিদ্বন্ধিতায় গত ১২ ফেব্রুয়ারি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। ১১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস শপথ বাক্য পাঠ করান মোঃ সেলিম খানকে। শপথ গ্রহন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এ এইচ এম আহসানুল্লাহ। গীতা পাঠ করেন সাবেক সাধারন সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর।
শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বক্তব্যে বলেন, শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই অভিনন্দন। আজকে চেয়ারম্যান সেলিম খান শপথ নিলেন। তিনি শপথের প্রতিটি কথা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়নের সকল দায়িত্ব ও কর্তব্য পালন করবেন। তিনি আরো বলেন, চেয়ারম্যানদের অনেক ক্ষমতা। যদি মনে করেন ইউনিয়ন ছোট পরিষদের কিন্তু দায়িত্ব অনেক বড়। গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়নের সমস্যা নিস্পত্তি করা হয়। অসহায় মানুষ কষ্ট করে আদালতে আসতে হবে না, যদি গ্রাম আদালতে তা নিস্পত্তি করা হয়। আপনারা চেয়ারম্যানগন অসহায় মানুষ যেন সুষ্ঠ, সঠিক বিচার পায় সেভাবেই গ্রাম আদালতে বিচার করবেন। যেটা গ্রাম আদালতে বিচার করা সম্ভব নয় সেটা বিচারিক আদালতে পাঠাবেন। জন্ম নিবন্ধন নিয়ে অনেক সময় জটিলতা সৃষ্টি হয়। সে দিকে দৃষ্টি রাখবেন। নিজেদের বিচক্ষনতায়, নিজের জ্ঞান বিচার বিবেচনায় কাজ করবেন।
শপথ গ্রহন শেষে চেয়ারম্যান মোঃ সেলিম খান অনুভুতি ব্যক্ত করে বলেন, সর্বকালের শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। তেমনি শেখ হাসিনার নেতৃত্বে ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির হাত ধরে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ের উন্নয়নের কাজ করে যাব। আমার ইউনিয়নকে মাদক, বাল্য বিবাহ মুক্ত করতে সকল কে সাথে নিয়ে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারন সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি শহিদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, এ এইচ এম আহসান উল্লাহ, জি.এম শাহীন, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল সহ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিকেল ৪টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও পুরুষ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠন করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান মোঃ সেলিম খান। ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।