কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলা সদর ও শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচারনা করে মাদক ব্যবসার অভিযোগে নারী মাদক ব্যবসায়ীসহ ৫জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই সাইফুল ইসলাম, এসআই সফিকুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম চৌধুরী, এএসআই আজিজুর রহমান, এএসআই মতিউর রহমান, এএসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বুধবার (১০ মার্চ) বিকেলে উপজেলা ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করেন। একপার্যায়ে ওই বিদ্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল যুগে আসা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রঘুরামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোঃ শিফন (২০) ও এই উপজেলার বালিয়াহুরা পূর্বপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ বাছির (১৯) নামের ২ যুবক কে স্বন্দেহভাজন আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের সাথে থাকা স্কুল ব্যাগের ভিতর থেকে অবৈধ ভারতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। অপরদিকে একইদিনে পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকায় অভিযান পরিচালনা করে একই ইউনিয়নের মানরা গ্রামের আলী আশরাফের ছেলে মোঃ সোনা মিয়া (৫০) কে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। এছাড়াও একইদিনে থানা পুলিশ ওই ইউনিয়নের পাঁচপীর মাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার আবুল হোসেনের ছেলে রিফাদুল ইসলাম সজিব (২০) কে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছেন। এদিকে একই ইউনিয়নের আনন্দপুর এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে ওই ইউনিয়নের সেলিম মিয়ার স্ত্রী মায়া বেগম (৫০) কে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। এব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন সত্যতা নিশ্চত করেছেন।