ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন
Published : Friday, 12 March, 2021 at 12:00 AM, Update: 12.03.2021 1:40:01 AM
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ১০৮৩ জন ভোটারের মধ্যে ১০২৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন উপলক্ষ্যে আইনজীবী সমিতি ভবনের ৭ নম্বর হল রুমকে করা হয়েছে ভোট কেন্দ্র। কেন্দ্রটির ১৮ বুথে সারা দিনব্যাপি ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। আজ শুক্রবার প্রকাশিত হবে ফলাফল।
নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২২ এর নির্বাচনে ১ হাজার ৮৩ জন আইনজীবী ভোটারের মধ্যে ১ হাজার ২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ১৭ টি পদের জন্য ৩টি প্যানেল ও স্বতন্ত্রসহ মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩টি প্যানেল হলো- আওয়ামীলীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ‘সভাপতি- আহসান উল্যাহ খন্দকার ও সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর আলম’ প্যানেল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত আওয়ামীলীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ‘সভাপতি- গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক- নুরুল আফসার মিজান’ প্যানেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম/পরিষদের ‘সভাপতি - শরীফুল ইসলাম এবং সধারণ সম্পাদক পদে- শহিদুল্লাহ’ প্যানেল। এছাড়াও সাধারণ সম্পাদক পদে ইসলাম ইবনে শাইখ নামে এক আইনজীবী স্বতন্ত্র এবং সদস্য পদে মানিক চন্দ্র ভৌমিক নামে এক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
এদিকে আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নবীণ-প্রবীন আইনজীবীদের মিলন মেলা বসে কুমিল্লার আদালতে। সকাল থেকেই ভোট দিতে আদালত প্রাঙ্গণে ভিড় করেন আইনজীবীরা। নাস্তা, দুপুরের খাবারসহ বিভিন্ন আয়োজনে চলে নির্বাচনী উৎসব।
উল্লেখ্য, এবারই প্রথম আওয়ামীলীগের দুইটি প্যানেল কুমিল্লা আইনজীবী সমিতির নেতৃত্বের চেয়ারের জন্য লড়বে। একই সাথে প্রতিদ্বন্দীতায় আছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ/ফোরাম। ত্রিমুখী লড়াইয়ে কুমিল্লা বার নির্বাচনে এবারের উত্তেজনা ছিলো কিছুটা ভিন্ন। একই দলের একাধিক প্যানেল আর বিপরীতে অন্যদলের স্বতন্ত্র প্যানেলের ত্রিমুখী লড়াইয়ে ফল জানা যাবে আজ।