মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজনে ১০ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব
মানিক দাস ॥
Published : Sunday, 14 March, 2021 at 8:03 PM
মানিক দাস ॥ মুক্তিযুদ্ধের বিজয় মেলা চাঁদপুরের আয়োজনে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা এবং চাঁদপুর থিয়েটার ফোরামের সহযোগিতায় ১০ দিন ব্যাপী সাংষ্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সাংস্কৃতিক উৎসব চলবে। ১৭ মার্চ বুধবার বিকেল ৫টায় শতকন্ঠে জাতীয় সংগীত ও জয় বাংলার গানের মাধ্যমে এই সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা করা হবে। ওই দিন সন্ধ্যায় জেলা প্রশাসনের আলোচনা সভা ও জেলা শিল্পকলা একাডেমির সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধুর ছবি আকা প্রতিযোগিতা, বিকেল ৫টায় বিষয় ভিত্তিক আলোচনা সভা, সন্ধ্যা পৌনে ৬টায় স্বদেশ সাহিত্য ও সাংষ্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় সোয়া ৬টায় সপ্তসুর সংগীত একাডেমির সাংষ্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের নৃত্যানুষ্ঠান। ১৯ মার্চ শুক্রবার বিকেল ৩টায় লোক নৃত্য প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক আলোচনা সভা, উদয়ন সংগীত বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সোয়া ৬টায় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সাংস্কৃতিক অনুষ্ঠান, ও রাতে স্বরলিপি নাট্যগোষ্ঠির নাটক। ২০ মার্চ শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃতি প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক আলোচনা সভা, বাংলাদেশ শিশু একাডেমি চাঁদপুরের সাংষ্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সোয়া ৬টায় নৃত্যাঙ্গনের নৃত্যানুষ্ঠান, রাতে চাঁদপুর ড্রামার পরিবেশনায় নাটক মঞ্চস্থ হবে। ২১ মার্চ রবিবার বিকেল ৩টায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের প্রতিযোগিতা, জয়ধ্বনির সংগীত বিদ্যায়তনের সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বপ্নকুড়ির সাংস্কৃতিকসংগঠনের সাংষ্কৃতিক অনুষ্ঠান, চতুরঙ্গ সাংষ্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে অনন্যা নাট্য গোষ্ঠীর নাটক মঞ্চস্থ হবে। ২২ মার্চ সোমবার বিকেল ৩টায় বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠের প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক আলোচনা অণুষ্ঠান, নারায়নগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদের গিটার বাজানো অনুষ্ঠান, নৃত্য ধারার নৃত্যানুষ্ঠান ও রাতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৩ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় বঙ্গবন্ধুকে নিয়ে গানের প্রতিযোগিতা, বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, সুরধ্বনি সংগীত একাডেমির সাংষ্কৃতিক অনুষ্ঠান, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের নৃত্যানুষ্ঠান ও রাতে অনুপম নাট্য গোষ্ঠীর নাটক মঞ্চস্থ হবে। ২৪ মার্চ বুধবার বিকেল ৩টায় বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনার, বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, হাজীগঞ্জ সারদা দেবীর সংগীত নিকেতনের সাংষ্কৃতিক অনুষ্ঠান, সংগীত নিকেতনের সাংষ্কৃতিক অনুষ্ঠান ও রাতে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর নাটক মঞ্চস্থ হবে। ২৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অঙ্গীকারে প্রদীপ প্রজ্জলন, ২৬ মার্চ শুক্রবার সকাল ৭টায় পুষ্পস্তবক অর্পন, জেলা প্রশাসনের আলোচনা সভা ও জেলা শিল্পকলা একাডেমির সাংষ্কৃতিক অনুষ্ঠান।