ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৭ মার্চ উদ্বোধন করা হবে চাঁদপুরের প্রবেশদ্বারে বঙ্গবন্ধু গেইট
মানিক দাস ॥
Published : Sunday, 14 March, 2021 at 8:00 PM
১৭ মার্চ উদ্বোধন করা হবে চাঁদপুরের প্রবেশদ্বারে বঙ্গবন্ধু গেইটমানিক দাস ॥ শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চাঁদপুর শহরে প্রবেশদ্বার বাবুরহাটে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু গেইট। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাবুরহাটে জেলা পরিষদ ৭৫ লক্ষ টাকা ব্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত বঙ্গবন্ধু গেইট নির্মাণ কাজ প্রায় শেষ। আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে এ গেইটের উদ্বোধন করা হবে। চাঁদপুর জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলা পরিষদের মাধ্যমে বঙ্গবন্ধু গেইট নির্মাণ করা হয়েছে। এই গেইট নির্মাণ করতে জেলা পরিষদের মাধ্যমে ৭৫ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এটিকে দৃষ্টিনন্দন করতে কাজ করা হচ্ছে। আগামী ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে এই বঙ্গবন্ধু গেইটের উদ্বোধন করা হচ্ছে। তিনি আরও বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর উদ্যোগে এই গেইট নির্মাণ করা হয়েছে। তারই পরিকল্পনায় এই গেইটের নক্সা তৈরি করেছেন ঢাকার পরামর্শ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফুয়াদ হোসেন তানভীর। ৬ মাস ধরে এই গেইটের নির্মাণ কাজ করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান নিজে প্রতিদিন বঙ্গবন্ধু গেই নির্মাণ কাজের সার্বিক বিষয় তদারকি করেন। এই গেইট নির্মাণ শেষ হলে চাঁদপুরের আকর্ষণ ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তিনি আরও জানান, নক্সাকারক ফুয়াদ হোসেন বঙ্গবন্ধুর জীবনীকে ঘিরে এই গেইটের নক্সা করেছেন। এই গেইট সড়কের দুই পাশ থেকে একই রকম দেখা যাবে। এতে রয়েছে বঙ্গমাতা ফজিলতের নেছার প্রতিচ্ছবি, বঙ্গবন্ধুর ৪টি ম্যুরাল, বঙ্গবন্ধুর ৬ দফা সহ শান্তির প্রতীক। এমনিভাবে বেশ কিছু নিদর্শন দিয়ে চাঁদপুরে প্রবেশের বাবুরহাটের নির্মিত বঙ্গবন্ধু গেইট জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করবে। আগামী ১৭ মার্চ এই গেইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।