ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মসলকে আহলে সুন্নাহ ভিত্তিক ঐক্যের আহবান নিয়ে কুমিল্লায় সাংগঠনিক সফরে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত
Published : Friday, 19 March, 2021 at 12:00 AM
(নিবন্ধন নং- ঢ-০২৫১২/১৯৯০) সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (মাঃআঃ)বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের (নিবন্ধন নং-ঢ-০২৫১২/১৯৯০) সভাপতি  আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে সাংগঠনিক সফরে কুমিল্লায় কেন্দ্রীয় টীম। দেশব্যাপী চলমান সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে  ইসলামের প্রকৃত রুপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শভিত্তিক দরবার খানকা ও জনসাধারনকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহবান নিয়ে কুমিল্লার বেশ কিছু উল্লেখযোগ্য দরবার জিয়ারাত ও মাশায়েখগনের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় এ টীম।  
কুমিল্লার শহরের দারোগাবাড়িস্থ শাহেনশাহ শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাঃ এর মাজার শরীফ জিয়ারাত ও উক্ত দরবারের খতিব পীরে তরীকত ইয়াছিন নূরী আল কাদেরীর নেতৃত্বে ওলামা মাশায়েখের সাথে মতবিনিময়ের মাধ্যমে এ সফর শুরু হয়।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের এ গাড়িবহর বখশিয়া দরবার শরীফে পৌছলে উক্ত দরবারের খলিফাবৃন্দ ও ভক্তবৃন্দ স্বাগত জানান। সফর টীম হজরত নবী বখশ রহঃ এর মাজার শরীফ জিয়ারাত শেষে খলিফাবৃন্দের সাথে মতবিনময় করেন।
ঐতিহ্যবাহী দারুল আমান দরবার শরীফে গাড়িবহর পৌছলে উক্ত দরবারের পীর আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি মাঃআঃ এর নেতৃত্বে অভ্যর্থনা জানানো হয়। এসময় বৃহত্তর সুন্নী ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনার পর মুসলিমর উম্মাহ ও দেশের সার্বিক কল্যানে মুনাজাত করেন দরবারের পীরসাহেব কেবলা। এসময় হজরত হাতেম আলি বোগদাদী রহঃ এর মাজার শরীফ জিয়ারাত করেন কেন্দ্রীয় টীম।
মাঝপথে শাহপুর দরবার শরীফে জোহর নামাজ আদায় শেষে হজরত বন্দি শাহ রহঃ, হজরত আব্দুস সোবহান আল কাদেরী রহঃ, প্রফেসর মুহাম্মদ পেয়ারা রহঃ ও ডঃ আহমদ পেয়ারা বাগদাদী রহঃ এর মাজার শরীফ জিয়ারাত করেন কেন্দ্রীয় এ টীম।
নাঙ্গলকোট তিলিপ দরবার শরীফে আসর নামাজ আদায় করে সুফি আব্দুল গনি রহঃ এর মাজার জিয়ারাত শেষে অত্র দরবার শরীফের পীরদ্বয় শায়খ আল্লামা মুইন উদ্দিন মাঃ আঃ ও শায়খ আল্লামা রুহুল আমিন সিদ্দিকী মাঃআঃ এর সাথে সৈাজন্য সাক্ষাত ও মতবিনিময় হয়।
মাগরিবের নামাজের পর বাআসওজা কেন্দ্রীয় টীমের গাড়ি বহর মৌকারা দরবার শরীফে পৌছলে দরবারের কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা রফিকুল ইসলাম মাঃআঃ  স্বাগত জানান। অতঃপর দরবারের পীর সাহেব কেবলা আল্লামা শাহ নেছার উদ্দিন ওয়ালিউল্লাহি মাঃ আঃ এর সাথে কেন্দ্রীয় টীমের সৌজন্য সাক্ষাত হয় এবং এতে সুন্নীয়তের ভবিষ্যত ও করনীয় নিয়ে দীর্ঘ আলোচনা শেষে  মসলকে আহলে সুন্নাত ওয়ালী জামাতের পতাকালে সমবেত হওয়ার অঙ্গিকার করে  পীরসাহেব কেবলা দেশ জাতির কল্যানে মুনাজাত করেন। শেষে শেষে পীরে কামেল শাহ ওয়ালি উল্লাহ রহঃ এর মাজার জিয়ারাত করে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী মুনাজাত করেন।
এসময় সফর টীমে অন্যান্যদের মাঝে ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সিঃ ভাইস চেয়ারম্যান জননেতা এডভোকেট এম আবু নাছের তালুকদার,  গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বিভাগীয় সাংগঠনিক সচিব জননেতা এইচ এম মুজিবুল হক শুক্কুর, মগবাজার দরবার শরীফের পীর আল্লামা হাবীবুল্লাহ বাগদাদী, পদুয়া দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ ওবায়দুল হক আল কাদেরী মাঃআঃ, ঘনিয়া দরবার শরীফের পীরজাদা আল্লামা নাজমুল হক আখন্দ, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি এস এম আবু সাদেক সিটু, সোনাইমুরী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মফিজুল ইসলাম , ফরিদগঞ্জ কামিল মাদরাসার ফকিহ মুফতি হেলাল উদ্দিন আল কাদেরী, আল্লামা আবুল হাশেম শাহ মিয়াজি, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় উপ-পরিচালক আব্দুল কাদের সহ আরো অন্যান্য মুহাদ্দিস, ফকিহ, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রমুখ।
সফর কর্মসূচীর সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি জননেতা মীর মোহাম্মদ আবু বকর, সহ সভাপতি জননেতা মোহাম্মদ মহিউদ্দিন, জেলা সেক্রেটারি মাওঃ মইনুদ্দিন আজমি, ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা সভাপতি ছাত্রনেতা কে এম শামীম আহমদ চোধুরী, জেলা সেনা সেক্রেটারী ছাত্রনেতা মাইনুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দরবার সমূহে মতবিনিময় সভা পরিচালনা করেন এ সফরের অন্যতম সমন্বয়ক ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি ও পদুয়া দরবার শরীফের পীরজাদা ছৈয়দ মুহাম্মদ গোলাম হায়দার হাসিব।