বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে জাতিসংঘের নতুন আভাস
Published : Friday, 19 March, 2021 at 12:00 AM
২০২১ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নতুন আভাস দিয়েছে জাতিসংঘ। আগের প্রতিবেদনে ৪.৩ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হলেও এবার তা বাড়িয়ে ৪.৭ শতাংশ করা হয়েছে। বিভিন্ন দেশে জোরালোভাবে ভ্যাকসিন কার্যক্রম চলতে থাকায় এবং প্রণোদনা ঘোষণা করার কারণে নতুন এ আভাস দেওয়া হয়েছে। তবে করোনা মহামারির কারণে বিশব অর্থনীতি যে পরিমাণ ক্ষতির শিকার হয়েছে তা পুরোপুরিভাবে কবে কাটিয়ে ওঠা যাবে তা অনিশ্চিত বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড)-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, করোনা মহামারির কারণে ২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৩.৯ শতাংশ প্রবৃদ্ধি কমেছে। ওই প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছিল ২০২১ সালে করোনা মহামারির প্রভাব থাকলেও বিশ্ব অর্থনীতিতে ৪.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। তবে বৃহস্পতিবার (১৮ মার্চ) নতুন প্রতিবেদনে তা সংশোধন করে প্রবৃদ্ধির পরিমাণ বাড়ানো হয়েছে। বলা হয়েছে, ২০২০ সালের তৃতীয় চতুর্থাংশে বিশ্ব অর্থনীতি ঘুরে দাড়াতে শুরু করেছে এবং তা ২০২১ সালেও অব্যাহত থাকবে। এ বছর বিশ্ব অর্থনীতিতে ৪.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।
তবে আঙ্কটাড বলছে বিশ্ব অর্থনীতিতে যে বার্ষিক পতন ঘটেছে তা পুরোপুরিভাবে কবে কাটানো যাবে সে ব্যাপারে আভাস দেওয়াটা কঠিন ও অনিশ্চিত। মানুষের আয় মহামারি-পূর্ববর্তী পর্যায়ে ফিরে যেতে কয়েক বছর লেগে যেতে পারে।
এ মাসের শুরুর দিকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রতিবেদনেও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির আভাস পরিবর্তন করা হয়েছিলো। ৪.২ শতাংশ প্রবৃদ্ধির আভাস থেকে বাড়িয়ে তা ৫.৬ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।