ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টিকা না নেওয়া শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ
Published : Friday, 19 March, 2021 at 12:00 AM
সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক-কর্মচারী যাদের বয়স ৪০ এর নিচে অথচ এখনও করোনার টিকার নেননি বা নিবন্ধন করেননি তাদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। নির্ধারিত গুগল ফরমে শিক্ষকদের তথ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) শিক্ষা অধিদফতর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী আদেশে বলা হয়, যেসব শিক্ষক-কর্মচারী ৪০ বছরের নিচে যেসব শিক্ষক-কর্মচারী সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেনি তাদের আগামী ২২ মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আদেশে বলা হয়, এসব শিক্ষকদের এই লিংকে (ভড়ৎসং.মষব/হএণণুঝংঊণু৬গঋঞত৮৯) প্রবেশ করে আগামী ২২ মার্চ এর মধ্যে তথ্য হালনাগাদ করতে হবে।
আদেশে আরও বলা হয়, স্কুল-কলেজের সকল শিক্ষক-কর্মচারীদের করোনা টিকা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ৪০ বছরের নিচে বেশ কিছু শিক্ষক-কর্মচারী নিবন্ধন করতে সমস্যায় পড়েছেন। শিক্ষকদের এই লিংকে (ভড়ৎসং.মষব/হএণণুঝংঊণু৬গঋঞত৮৯) প্রবেশ করে তথ্য হালনাগাদের পর সুরক্ষা ওয়েবসাইটে (িি.িংঁৎড়শশযধ.মড়া.নফ ) নিবন্ধন সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষক-কর্মচারীরা সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে করোনা টিকা রেজিস্ট্রেশন করতে পারবেন।
এর আগে ১ মার্চ মাধ্যমিকের সব শিক্ষকদের টিকা দেওয়ার লক্ষ্যে জরুরি ভিত্তিতে তালিকা চায় শিক্ষা মন্ত্রণালয়। সেই তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়ার পর শিক্ষক-কর্মচারীদের সুরক্ষা অ্যাপ ও সার্ভারে টিকাদানে শিক্ষক অপশন যুক্ত করা হয়। এরপর থেকে ৪০ বছরের কমবয়সী শিক্ষকেরা নিবন্ধন করা পারছেন। এরপরও অনেকে নানা সমস্যা কারণে ৪০ বছরের কম বয়সী শিক্ষকদের নিবন্ধন করতে পারেনি কিংবা করেননি।