বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন
Published : Friday, 19 March, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। বৃহস্পতিবার বিকালে ন্যাশনাল এফ, এফ, ফাউন্ডেশন বুড়িচং -ব্রাহ্মণপাড়ার আয়োজনে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং ৪টি কলেজের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ন্যাশনাল এফ, এফ, ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.এস এম জাহাঙ্গীর আলম, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক অবঃ আবদুল ওহাব এবং পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ব্রাহ্মণপাড়া আব্দুস সাত্তার মোল্লা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার মোঃ আবদুস সালাম খন্দকার, মোছলেম উদ্দিন,বশির আহাম্মদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারে উপজেলা আহবায়ক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার প্রমুখ। এ সময় বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দুই উপজেলার ৪টি কলেজের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। দুই উপজেলার নির্বাচিত মুক্তি যোদ্ধাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও পুরষ্কার বিতরণ করেন।