ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
Published : Friday, 19 March, 2021 at 12:00 AM
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে নানান কর্মসূচির মধ্যদিয়ে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। ভোরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্প অর্পণ, সকাল ১০টায় দোয়া ও মীলাদ মাহফিল শেষে মিষ্টি বিতরণ, বেলা ১১ টায় শতাধিক মুক্তিযোদ্ধাকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও তবারুক বিতরণ, মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তী প্রজন্মকে নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়। কমান্ডার সফিউল আহমেদ বাবুলের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর কমান্ডার মকবুল হোসেন ভুঁইয়া, ডেপুটি কমান্ডার শৈলপতি নন্দন চৈধুরী, থানা কমান্ডার সাহজাহান সাজু সহ শতাধিক মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মাসুম হামীদ,  সহঃ সভাপতি সহিদ আহমেদ বাবুল, প্রফেসর রফিক, তাসলিমা সুলতানা পপি,তিথি চক্রবর্তী,জামাল উদ্দিন তুষার,কাকলী রায়,কাজী জয়নব সাথী, ওমর ফারুক বাবলুসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ।