শ্রীলংকায়
গত বছরের এপ্রিলে দুই টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয়
ক্রিকেট দলের। কিন্তু করোনার কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়। এরপর অক্টোবরে
মাঠে গড়ানোর কথা ছিল টেস্ট দুটি। সূচিও ঘোষণা করা হয়েছিল।
দেশের মাটিতে
কোয়ারেন্টাইনে থেকে অনুশীলন ক্যাম্পও সম্পূর্ণ করে ফেলেছিল বাংলাদেশ দলের
ক্রিকেটাররা। কিন্তু শেষ সময়ে দীর্ঘ আইসোলেশন ও কোয়ারেন্টাইনের শর্ত দেয়
লংকান ক্রিকেট বোর্ড। বাধ্য হয়ে তাই সিরিজটি স্থগিত ঘোষণা করে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন করে আবার সিরিজটি মাঠে গড়াতে যাচ্ছে।
শুক্রবার শ্রীলংকা ক্রিকেট বোর্ড ওই সিরিজের জন্য সূচিও ঘোষণা করেছে। এক
বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, আগামী ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশ্যে দেশ
ছাড়বে বাংলাদেশ। ১৭ ও ১৮ এপ্রিল একটি গা গরমের ম্যাচ খেলবেন মুমিনুল হকরা।
এরপর
২১ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত
হবে ২৯ এপ্রিল। দুটি ম্যাচই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট
স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।