ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনায় ৩ নারীসহ ৪জনকে পিটিয়ে আহত
Published : Saturday, 20 March, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন: কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের চান্দলা দধিখলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা চালিয়ে ৩ নারীসহ ৪জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত ১৬ মার্চ বুধবার সকালে।
এঘটনায় উত্তর চান্দলা দধিখলা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করে।
থানায় অভিযোগসূত্রে ও লিটন মিয়া জানান, ‘আমাদের একই বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মোঃ সোহাগ তার ভাই জুয়েল, এরশাদ, তাদের বোন রুজিনা আক্তার, নারগীস এবং জুম্মন ও জুয়েলের স্ত্রী নূর নাহার গংদের সাথে আমাদের দীর্ঘ দিন যাবৎ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ পোষণসহ আমাদের উপর হামলা করা সুযোগ খুঁজে আসছে। ঘটনার দিন সকালে পূর্ব পরিকল্পিতভাবে সকলের হাতে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমিসহ আমার বোন রহিমা বেগম, নাছিমা বেগম, মিনু আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় হামরাকারীরা আমাদের বসতঘর থেকে মূল্যবান ফার্নিচার নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এসময় আমাদের চিৎকারে এলাকবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে আমি বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করি।’
এ ব্যাপারে অভিযুক্ত রুজিনা আক্তার জানান, ‘আমি তাদের বাড়ির বউ ছিলাম। আমার তালাক হওয়ার পর সে বাড়ি থেকে আমার মালামাল আনতে গেলে তর্ক বিতর্ক হয়ে হামলার ঘটনা ঘটে।’