ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সোনাতলায় দিনব্যাপী বিনামূল্যে  চিকিৎসা ও ওষুধ বিতরণ
Published : Saturday, 20 March, 2021 at 12:00 AM
শাহীন আলম,  দেবিদ্বার ।।
বগুড়ার সোনাতলায় দিনব্যাপী বিনামূল্যে  দুস্থ অসহায় এবং দরিদ্র মানুষদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। স্থানীয় দিগদাইড় এমএইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয় মাঠে ৭টি বুথে প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে এ সেবা কার্যক্রম চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত একই উপজেলার মাদারী পাড়া এলাকায়  প্রায় ৫০০ দুস্থ রোগী বিনামূল্য চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।  
দিগদাইড় এমএইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ চিকিৎসা সেবা দিচ্ছে ঢাকা থেকে আসা ড্রির্মাস কনসাল্টেশন এন্ড রিসার্চ নামে একটি সংগঠনের ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক। এটি কনসাল্টেশন এন্ড রিসার্চের ১২৭ ও ১২৮ তম মেডিকেল ক্যাম্প। বিদ্যালয়ের সভাপতি মো. ঈসমাইল  হোসেন টুকুর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মুফতি খায়রুল আলম তুহিন খান আল আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগদাইড় ইউপি চেয়াম্যান মো. আলী তৈয়ব শামীম।
প্রধান শিক্ষক মো. রতন মিয়ার পরিচালনায় আয়োজকরা জানান, সোনাতলা উপজেলার মাদারী পাড়া ও  দিগদাইড়ে দুটি মেডিকেল ক্যাম্পে প্রায় ২৫শ’ বিভিন্ন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সকাল থেকেই চিকিৎসা সেবা নিতে আশেপাশের কয়েকটি গ্রাম থেকে শত শত মানুষ ভীড় জমে। সবাইকে চিকিৎসা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ), ইবনে সিনা মেডিকেল কলেজ, নর্দান মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দিসহ বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত প্রায় ১০ জন চিকিৎসক আসেন।
নিউরো মেডিসিন চিকিৎসক ডা. মো.ইলিয়াস বলেন, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চের সহযোগিতায় নিউরো মেডিসিন, নাক কান গলা, গাইনি, বক্ষব্যাধি,কিডনি লিভার ও পরিপাকতন্ত্র, চর্ম ও যৌনসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ দেয়া হয়।