ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে ‘আলোড়িত’ রাজাপাকসে
Published : Saturday, 20 March, 2021 at 8:03 PM
ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে ‘আলোড়িত’ রাজাপাকসেধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেছেন, বাংলার মানুষের পরম শ্রদ্ধার এই স্থানে এসে তিনি গভীরভাবে আলোড়িত।

শনিবার সকালে ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মাহিন্দা রাজাপাকসে।

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন; পরে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

সেখানে তিনি লিখেছেন, “বাংলাদেশ ও সারাবিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের কাছে শ্রদ্ধার এই পবিত্র স্থান আমাকে গভীরভাবে স্পর্শ ও আলোড়িত করেছে।”

রাজাপাকসে লিখেছেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট এই স্থানে বাংলাদেশের যে ট্র্যাজেডি ঘটে গেছে, সেই স্মৃতি এখন বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতা রক্ষা এবং লালনের শক্তি ও সাহসের প্রতীক হয়ে উঠেছে, যে স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু তার জীবন উৎসর্গ করেছেন। জীবন ও স্বাধীনতাকে যারা সম্মান দিয়ে গেছেন, তাদের সবার জন্য এটি একটি চিরন্তন শ্রদ্ধাঞ্জলি হোক।”

শ্রীলংকার প্রধানমন্ত্রী সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পৌঁছালে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রমিন্ত্রী শাহরিয়ার আলম এবং জাদুঘরের ট্রাস্টি এনআই খান তাকে স্বাগত জানান।