সিরিজের শেষ ম্যাচের গল্পটাও প্রায় একইরকম; আফগানিস্তানের বড় ইনিংসের জবাবে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ জিম্বাবুয়ে। ওভারপ্রতি ৯-এর বেশি রান তাড়ায় প্রতিপক্ষকে সেভাবে কখনোই চ্যালেঞ্জ জানাতে পারেনি তারা। নাজিবউল্লাহ জাদরানের ঝড়ো ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আসগর আফগানের দল।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৭ রানে জিতেছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজটি তারা জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে।
জাদরানের ৩৫ বলে ৭২ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে তোলে ১৮৩ রান। লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ১৩৬ রান।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন আসগর। গত ম্যাচ জিতে মহেন্দ্র সিং ধোনির ৪১ ম্যাচ জয়ের কীর্তিতে ভাগ বসিয়েছিলেন তিনি।