ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাউন্সিলর সাইফুল কারাগারে
Published : Sunday, 21 March, 2021 at 12:00 AM, Update: 21.03.2021 2:15:00 AM
কাউন্সিলর সাইফুল কারাগারেনিজস্ব প্রতিবেদক: যুবলীগ নেতা রোকন উদ্দিন রোকনকে গাড়ী চাপা দিয়ে আহত করার ঘটনায় কুসিক কাউন্সিলর সাইফুল বিন জলিলকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ৩টায় কোতয়ালী মডেল থানায় মামলাটি করেন আহত যুবলীগ নেতা রোকন। মামলায় অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর শনিবার সকালে আদালতের মাধ্যমে কাউন্সিলর সাইফুল বিন জলিলকে কারাগারে পাঠানো হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক জানান, হামলার ঘটনায় সাইফুলসহ মোট ৮ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেছেন যুবলীগ নেতা রোকন নিজেই।
মামলার অন্য আসামিদের নাম জানতে চাইলে মামলা তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক মোঃ কিবরিয়া জানান, আসামীদের নাম আপাতত উল্লেখ করা যাচ্ছে না। আগে আসামি ধরতে অভিযান পরিচালনা করবো, তারপর নাম।
এর আগে গত শুক্রবার  বিকালে কুমিল্লা নগরীর ছাতিপট্টি অজিগুহ কলেজের সামনে যুবলীগের মিছিলে চলন্ত গাড়ী তুলে দিয়ে যুবলীগ নেতা রোকনকে আহত করে কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাইফুল বিন জালিল। গাড়ী চাপার ঘটনায় রোকনের দুই পা গুরুতর আঘাত পায়। এই ঘটনায় আরো অন্তত ৩ জন আহত হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পরই নগরীর নানুয়া দিঘীর পূর্ব পাড় এলাকা থেকে সাইফুল বিন জলিলকে আটক করে পুলিশ। পরে রাতে মামলা হয়।