Published : Sunday, 21 March, 2021 at 1:34 PM, Update: 21.03.2021 1:37:45 PM
ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়েছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু সেটি বুঝতেই দেননি দলের সেরা তারকা রবার্তো লেওয়ানডস্কি।
প্রথমার্ধেই দুর্দান্ত হ্যাটট্রিক করে বসেন তিনি। তার হ্যাটট্রিকে ভর করে বুন্দেসলিগায় স্টুটগার্টকে উড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন।
দলকে শুধু জয়ই এনে দেননি লেওয়ান। বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাবেক জার্মান ফরোয়ার্ড ক্লাউস ফিশারকে ছাড়িয়ে গেছেন লেওয়ানডস্কি। প্রতিযোগিতায় পোলিশ ফরোয়ার্ডের এটি ২৬৯তম গোল। তার চেয়ে বেশি গোল আছে কেবল গার্ড মুলারের, ৩৬৫টি।
ঘরের মাঠে শনিবার স্টুটগার্টের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বায়ার্ন। লেওয়ানডস্কির হ্যাটট্রিক ছাড়ও আরেকটি গোল করেছেন সের্গেই জিনাব্রি।
ম্যাচের ১২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আগের বায়ার্ন। স্টুটগার্টের জাপানিজ মিডফিল্ডার ওয়াতারু এন্দোকে মারাত্মক ট্যাকল করে প্রথমে হলুদকার্ড পান আলফুঁস ডেভিস। ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে লালকার্ড দেখান রেফারি।
কিন্তু লেওয়ানডস্কি ও জিনাব্রি ছয় মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে যায় স্টুটগার্টের রক্ষণ।
১৭তম মিনিটে ডানপ্রান্ত থেকে জিনাব্রির ক্রসে ডিফেন্ডারকে এড়িয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লেওয়ানডস্কি।
এর পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড জিনাব্রি।
পরের মিনিটে আবারও জালের দেখা পান লেওয়ানডস্কি। ডানপ্রান্ত থেকে টমাস মুলারের উঁচু ক্রস থেকে জাল কাঁপান পোলিশ ফরোয়ার্ড।
৩৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গতবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। ডি বক্সের মাঝ থেকে বাম পায়ের নিচু শটে ব্যবধান ৪-০ করে দেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার।
এ নিয়ে ২৬ ম্যাচে ১৯ জয় ও চার ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ। ২৬ ম্যাচে অষ্টম হারের তেতো স্বাদ পাওয়া স্টুটগার্ট ৩৬ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।