ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বার করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ
শাহীন আলম
Published : Sunday, 21 March, 2021 at 1:32 PM
দেবিদ্বার করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণদেবিদ্বার করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণকুমিল্লার দেবিদ্বারে করোনা ২য় ধাপ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি, মাক্স বিতরণ ও প্রচারণাভিযান চালিয়েছেন থানা পুলিশ। রবিবার বেলা ১১ টায় নিউ মার্কেট চত্ত্বরে এ প্রচারণাভিযান চালায় পুলিশ। প্রচারণাভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, এএসআই মো. শাহাদাত হোসেন, দেবিদ্বার পৌর মার্কেট কমিটির সভাপতি মো.বশিরুল আলম মোল্লা, সহসভাপতি মো.ময়নাল হোসেন ভিপি, সাংগঠনিক সম্পাদক মো.রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো.মনিরুল ইসলাম কোষাধক্ষ্য মো. আবদুল আলিম।
ওসি আরিফুর রহমান  জানান, সারাদেশে আবারও বাড়ছে করোনার ২য় ধাপের প্রকোপ। এ প্রকোপ থেকে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি ও জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দেবিদ্বারে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেবিদ্বার থানা পুলিশের প্রচারণাভিযান চলছে। তিনি আরও বলেন, থানা পুলিশের আয়োজনে ১৫ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে বিট পুলিশিং এর মাধ্যমে করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে করোনা প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হচ্ছে। বাংলাদেশ পুলিশ সব সময়ই দেশ মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছেন।