দেশবরেণ্য
বর্ষীয়ান রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের
বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন এক শোকবাণীতে-
কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক মোল্লার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। ড.মোশাররফ
তাঁর বাণীতে ফজলুল হক মোল্লার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা
জানান । তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
ড.মোশাররফ
বলেন, বিএনপি নেতা ফজলুল হক মোল্লা ছিলেন সর্বজন গ্রহণযোগ্য নিরহংকারী
চমৎকার মানুষ। তিনি হোমনা উপজেলায় ঘাড়মোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ
বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ
ভূমিকা রেখেছেন।
তাঁর মৃত্যুতে হোমনা ও তিতাসবাসী
হারিয়েছে একজন সমাজসেবী ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন খাঁটি
দেশপ্রেমিক রাজনীতিবিদকে। বিএনপি হারালো একজন নিবেদিত প্রাণকর্মীকে। তাঁর এ
শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
তিনি বলেন, সকল
অবস্থানে থেকেই ফজলুল হক হক জনগণের কল্যাণে রাজনৈতিক কার্যক্রমে ব্যস্ত
ছিলেন। হোমনা উপজেলায় স্থানীয় বিএনপিকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ
করেছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি লড়াকু সৈনিকের ভূমিকায়
অবতীর্ণ হয়েছেন। বিএনপি তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে।
ড.মোশাররফ
বলেন, আমি গভীরভাবে শোকাভিভূত! কায়মনোবাক্যে প্রার্থনা করছি, আল্লাহতায়ালা
যেন ফজলুল হক মোল্লার জীবদ্দশায় সেবামূলক কাজগুলো তাঁর নাজাতের উসিলা
হিসাবে গ্রহণ করেন এবং তাঁকে বেহেশতের মেহমান হিসাবে ঠাঁই দেন, আমিন।
বিএনপি'র
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন শোকবার্তায় ফজলুল হক
মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত
পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।