ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফগানিস্তানে অনির্ধারিত সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
Published : Sunday, 21 March, 2021 at 8:52 PM
আফগানিস্তানে অনির্ধারিত সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীমার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন অনির্ধারিত সফরে আফগানিস্তান পৌঁছেছেন। দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতি আর কতদিন থাকবে এমন বিতর্কের মধ্যেই তিনি কাবুল পৌঁছালেন। এটিই আফগানিস্তানে তার প্রথম সফর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

রবিবার ভারত থেকে কাবুল পৌঁছান অস্টিন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও সরকারের সিনিয়র কর্মকর্তাদের তিনি সাক্ষাৎ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ১ মে সময়সীমার মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা কঠিন হবে। কিন্তু তিনি উল্লেখ করেছেন, তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তির আওতায় সেনা প্রত্যাহারের মেয়াদ বাড়ানো হলে বেশিদিন সেখানে মার্কিন সেনারা থাকবে না।

যুক্তরাষ্ট্র চুক্তি অনুসারে সেনা ফেরাতে ব্যর্থ হলে পরিণতির বিষয়ে শুক্রবার সতর্ক করেছে তালেবান।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কাবুল সফরে আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ইয়াসিন জিয়ার সঙ্গেও বৈঠক করতে পারেন।