ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে সোমবার
Published : Sunday, 21 March, 2021 at 9:08 PM
জাতীয় ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে সোমবারকরোনাকালের দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সকল ক্রিকেটাররা অংশগ্রহণ করতে না পারলেও জাতীয় লিগ দিয়ে বেশিরভাগ ক্রিকেটারই সেখানে অংশ নিচ্ছেন। দেশের চারটি ভেন্যুতে সোমবার থেকে লড়াইয়ে নামার সুযোগ পাচ্ছেন একশোর বেশি ক্রিকেটার।

জাতীয় ক্রিকেট লিগে দুই স্তরে অংশগ্রহণ করবে সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো। প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।

চারটি ভেন্যুতে একযোগে শুরু হবে জাতীয় লিগের খেলা। প্রথম দুই রাউন্ডের সূচিও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

প্রথম রাউন্ডে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক খুলনা ও সিলেট বিভাগ। পাক্কা এক মৌসুম পর খুলনাতে ফিরেছে জাতীয় লিগ। বিকেএসপির-৪ নম্বর মাঠে নামবে ঢাকা ও রংপুর বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক বরিশালের আতিথেয়তা নেবে ঢাকা মেট্রো।

দ্বিতীয় রাউন্ডে রংপুর ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক রংপুরের প্রতিপক্ষ খুলনা বিভাগ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে খেলবে ঢাকা ও সিলেট বিভাগ। একই স্টেডিয়ামের ১ নম্বর মাঠে নামবে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম। বিকেএসপির-৪ নম্বর মাঠে লড়বে রাজশাহী ও বরিশাল বিভাগ।

এবারও যথারীতি ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল নিজেদের টায়ারের অপর তিনটি দলের মুখোমুখি হবে। টায়ার টু এর চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে। আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টু-তে নেমে যাবে।