আবাসিক হোটেল থেকে দুই যুবকের লাশ উদ্ধার
Published : Sunday, 21 March, 2021 at 9:13 PM
গত ২৪ ঘণ্টায় বরিশাল নগরীর দু’টি আবাসিক হোটেল থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশগুলো বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, রবিবার (২১ মার্চ) দুপুরে বরিশাল নগরীর সাহেবের গোরস্থান রোড সংলগ্ন আবাসিক হোটেল এরিনার ৬০৮ কক্ষ থেকে মিরন হালদার নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে কক্ষের দরজা ভেঙে দেখা যায়, মিরনের লাশ বিছানায় পড়ে আছে। পাশে বেশ কিছু চেতনানাশক ইঞ্জেকশন আর সিরিঞ্জও পড়ে ছিল। পুলিশের ধারণা, ওই ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয়েছে। মিরনের বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলার ভাতশালা গ্রামে। বাকেরগঞ্জের একটি ক্লিনিকের কর্মচারী হিসেবে কাজ করতো মিরন। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
অন্যদিকে, শনিবার (২০ মার্চ) বিকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার শরীফ আবাসিক হোটেলের ১২৬ নম্বর কক্ষ থেকে আল আমিন নামের আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। আল আমিনের মৃত্যুর ঘটনায় বরিশাল এয়ারপোর্ট থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন তার স্বজনরা।