ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় পুলিশের করোনা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
Published : Monday, 22 March, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
দেশে হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলায় জনগণকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী সচেতনতা কর্মসূচি শুরু করেছে পুলিশ। এরই অংশ হিসেবে রবিবার বেলা সাড়ে ১১টা থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারসহ একযুগে উপজেলার সকল এলাকায় দিনব্যাপি মাস্ক বিতরণ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) আমীরুল্লা।
তিনি বলেন, দেশব্যাপি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ পুলিশের মাস্ক বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আমরা মূলত জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করছি। অনেকেই রাস্তায় চলাচল করছে মাস্ক ছাড়া, তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করতে এবং মাস্ক পরিধানে উৎসাহ দিতে মাস্ক বিতরণ করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মাস্ক বিতরণকালে থানা অফিসার ইনচার্জ (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, আমাদের দেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি তাদেরকে সঠিকভাবে সচেতন করতে পারলে এমনিতেই মাস্ক পরবে। আমরা থানায়ও মাস্ক বিতরণের ব্যবস্থা করেছি। কারো মাস্ক দরকার হলে থানায় যাবেন। সেখান থেকে মাস্ক নিয়ে পরতে পারবেন। আমরা চাই অতীতের মতো এবারও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকুক।
এ সময় পথচারীরা পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানান। কলেজগামী অধ্যক্ষ আলতাফ হোসেনসহ বেশ কয়েকজন বলেন, সাধারণ মানুষের মাঝে এখন মাস্ক পরার অভ্যাসটা অনেকটা কমে গেছে। পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমবে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, সহকারী পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, সমাজ সেবক ইব্রাহীম খলিল, রোটা. কবির আহাম্মেদ ভূইয়া, বিআরডিবির সাবেক চেয়ারম্যান শাহীন খান মেম্বার প্রমুখ।