ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার  উদ্যোগে করোনা প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী ও মাস্ক বিতরণ
Published : Monday, 22 March, 2021 at 12:00 AM
মো. মিজানুর রহমান ।।
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে ও সদর দক্ষিণ মডেল থানার আয়োজনে গতকাল রবিবার (২১ মার্চ) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় মদীনা মার্কেট প্রাঙ্গণে করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে করোনা প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল।
অনুষ্ঠানে সভাপতিতত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। এতে বক্তব্য রাখের তিশা প্লাসের ব্যবস্থাপনা পরিচালক দুলাল হোসেন অপু, কুমিল্লা জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আবদুর রব, কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাবের উপদেস্টা ও দৈনিক ইত্তেফাকের কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা ও কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন মজুমদার প্রমুখ। এসময় মঞ্চে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) ইমরুল, লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল চৌধুরী, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, তিশা প্লাসের পরিচালক জাফর হোসেন শিপনসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত জনতার মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও  শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান, বারবার সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিজয়পুর বাজার, সুয়াগাজী বাজার, পিপুলিয়া বাজার ও সামবক্সি চৌমুহনীতে মাস্ক বিতরণ ও  মাইকিং করা হয়েছে সদর দক্ষিণ মডেল থানার আয়োজনে।
এদিকে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল চৌধুরী পরিবহণের চালক-হেলপার এবং পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।