ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ‘অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩জনকে জেল-জরিমানা’
Published : Monday, 22 March, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ।।
কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর তীর থেকে মাটি কাটার সময় হাতেনাতে ধরে ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুুপুর থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার লক্ষীপুরে অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে একজনকে ৫০ হাজার টাকা অর্থদ- ও দুইজনকে ৭দিন করে কারাদ- প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন।
আটককৃতরা হলো, চরবাকরের কবির হোসেন, মুরাদনগরের মো.ইব্রাহীম ও দেবিদ্বারের আবু ইউসুফ। এরই মধ্যে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ মো. ইব্রাহীম ও আবু ইউসুফকে ৭দিন করে বিনাশ্রম কারাদ- ও কবির হোসেন ৫০ হাজার টাকা জরিমানা দেয়ায়  গোমতীতে মাটি না কাটার শর্তে তাকে ছেড়ে দেয়া হয়।
ওই অভিযানে তিনটি শক্তিশালী মাটি বহনকারী ট্রাক্টরও জব্দ করা হয়। দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার উপপরিদর্শক মো.ইকতিয়ার মিয়াসহ একদল পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।   
উপপরিদর্শক ইকতিয়ার মিয়া বলেন, প্রকাশ্যে গোমতী নদীর তীর থেকে অবৈধ ভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন শতাধিক শ্রমিক। এসময় সেখানে ভ্রাম্যামাণ আদালতে মাটিকাটা চক্রের সদস্যদের আত্মসমর্পণ করতে বললে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। ভ্রাম্যমাণ আদালত বাধ্য হয়ে পুলিশের সহযোগিতায় মাটিকাটা চক্রের ৩ সদস্যকে আটক করেন। চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ৩টি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মাটি কাটার ফলে গোমতী নদীর গতিপথ নষ্ট হয়ে গেছে। কোনভাবেই বন্ধ করা যাচ্ছেনা চক্রটি। এছাড়াও মাটি কাটার কারণে গোমতীর পরিবেশ হুমকির মুখে পড়েছে। তাই মাটি চুরি ও নদীর গতিপথ নষ্ট করার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ও দুইজনকে ৭দিন করে কারাদ- দেয়া হয়েছে।