ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং বাকশীমূল ইউনিয়নকে সন্ত্রাস ও মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চান হাজী এমদাদুল হক
Published : Monday, 22 March, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং ষোলনল ইউনিয়ন একটি সমৃদ্ধ জনপদ। এ জনপদে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হতে চান সাবেক বাকশীমূল ইউনিয়ন ছাত্রলীগগের সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামীলীগ নেতা হাজী মো. এমদাদুল হক।
জানা যায়- হাজী মো. এমদাদুল হক বাকশীমূল ইউনিয়নের মাশরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৫/৬/১৯৭০ ইং সনে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আবদুল হক। যিনি দেশ মাতৃকার মহা স্বাধীনতা যুদ্ধে নিহত হয়ে শহীদ খেতাব প্রাপ্ত হয়েছিলেন। তিনি ১৯৮৮ সনে ফকিরবাজার স্কুল থেকে এসএসসি পরীক্ষা পাশের পর বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেন। তারপর হাটি হাটি পা পা করে তিনি বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ এর সর্ব দলীয় ঐক্য পরিষদের সদস্য সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে ১৯৯২ সনে বিএ ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৮ ইং সনে বাংলাদেশ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম মেম্বারসহ মেসার্স কুমিল্লা ট্রেডার্স এর প্রোপ্রাইটরসহ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কার্যক্রম ও ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির প্রধান সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর কৃষকলীগ কার্যকরি কমিটির সদস্য, ঢাকা মহানগর বাংলাদেশ ব্যাগ মার্সেন্ট ইমপোটার্স ম্যানুফ্যাকচারিং সমিতিতে যুক্ত থেকে মহামারি করোনা আক্রান্ত অবহেলিত জনগণের মাঝে বিভিন্ন সহযোগিতায় কাজ করে যাচ্ছেন। এক বিবৃতিতে তিনি বলেন- বাকশীমূল ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে গড়তে তিনি চেয়ারম্যান প্রার্থী হতে চান। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত থেকে দেশের কল্যাণার্থে তিনি তার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক এবং কারিগরি শিক্ষা কার্যক্রম বৃদ্ধিতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সরকারের ভিশন ও মিশন বাস্তবায়ন স্বাধীন ও সমৃদ্ধশালী দেশ
গড়তে তিনি একাগ্রচিত্তে কাজ করে যাবেন বলে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।