Published : Monday, 22 March, 2021 at 12:00 AM, Update: 22.03.2021 12:33:58 AM
ইসমাইল
নয়ন।। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের
চেয়ারম্যান হয়ে জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিতে চান শশীদল মধ্যপাড়া গ্রামের
উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সমাজসেবক আলহাজ্ব মোঃ
শাহ আলম। শশীদল মধ্যপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন বেপারী ও মৃত মানজু আরা
বেগম এর সুযোগ্য সন্তান শাহআলম ৪নং শশীদল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ
সম্পাদক, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ব্রাহ্মণপাড়া উপজেলার সভাপতি,
শশীদল হযরত পাঁচপীর মাজার কমিটির সভাপতি, শশীদল মাদ্রাসা-ই তালিমুল মিল্লাত
দাখিল দাতা সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত
রেখেছেন। সুদীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে শশীদল ইউনিয়নের বাসিন্দা হয়ে
সমাজের সকল শ্রেণি-পেশার লোকজনের পাশে থেকে সেবা করে যাচ্ছেন তিনি। সমাজের
জন্য নিজের দায়িত্ববোধ থেকে মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ, এতিমখানা,
বিভিন্ন কবরস্থান, গরিব ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ, গরিব মেয়েদের বিয়ের খরচ,
বিশেষ দিনগুলোতে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, দুর্যোগ ক্ষতিগ্রস্তদের
পাশে থেকে ব্যক্তিগত উদ্যোগে সাহায্য করে আসছেন শাহআলম।
এক সাক্ষাৎকারে
তিনি এ প্রতিনিধিকে বলেন, মিথ্যা অঙ্গীকার না করে দলীয় প্রভাবমুক্ত রেখে
আদর্শ মডেল ইউনিয়ন গড়ে তুলব ইনশাল্লাহ। চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি
সম্মানী ভাতা গরিবদের মাঝে বিলিয়ে দেব। ভিক্ষাবৃত্তি বন্ধের লক্ষ্যে সরকারি
অনুদান ও বিত্তশালীদের সহযোগিতা নিয়ে এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে অর্থ
খরচ করে ভিক্ষাবৃত্তি বন্ধ করব। সার্বক্ষণিক এলাকায় অবস্থান করি বিধায়
লোকজনকে ২৪ ঘন্টা সেবা দিতে আমি বদ্ধপরিকর। হোল্ডিং ট্যাক্স, ট্রেড
লাইসেন্স ফি সহ সরকারি বিধি মেনে অর্থ আদায় করা হবে। অতিরিক্ত ফি আদায় করে
কেউ দুর্নীতি করলে তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।
ইউনিয়নের নয়টি ওয়ার্ডের শুরুতেই সভা করে সকলের মতামতের ভিত্তিতে প্রথম ১০০
দিনের মধ্যে উন্নয়নের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। নির্বাচিত হলে
ইউনিয়নের সকল কাজ টেকসই উন্নয়নের আওতায় এনে আধুনিকায়ন করা হবে। রেলপথের
পূর্বে এবং পশ্চিমে ২৬.০৪৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই জনপদকে একটি
সু-শৃংখল উন্নয়নশীল মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত ন্যায়-বিচার ভিত্তিক
ইউনিট হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন,৩৪ হাজার ৭৫৬ জন জনগোষ্ঠী অধ্যুষিত আমার
ইউনিয়নের বেকারত্ব দূরীকরণের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ চালুর মাধ্যমে
কর্মসংস্থানের ব্যবস্থা করব। সবশেষে সকল শ্রেণি-পেশার লোকজনের সার্বিক
সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমার রাজনৈতিক অভিভাবক জননেতা অ্যাডভোকেট
আবদুল মতিন খসরু এমপি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়ার
জনপ্রিয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের এর পূর্ণ সমর্থন
নিয়ে আমি ২৪ ঘন্টা এলাকায় অবস্থান করে এলাকার জনগণের কল্যাণে কাজ করে
যাচ্ছি।