কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সোমবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা জিআর গৃহ নির্মাণ সামগ্রীর আওতায় উপজেলার বিভিন্ন এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৩ টি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও গৃহ নির্মান মঞ্জুরী বাবদ নগদ ছয় হাজার টাকা করে প্রত্যাক পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। এ সময়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, এডভোকেট আবদুল মতিন খসরু এমপির সাবেক পিএস মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী আবু ছাইদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।