ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভয় দেখানোর সাজা ভালো ব্যবহার ও বৃক্ষরোপণ
Published : Tuesday, 23 March, 2021 at 12:00 AM
ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে দেওয়ান প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ দেওয়ান ছিদ্দিককে ভয় দেখানোর মামলায় সাজা হিসাবে আসামিদেরকে ভালো ব্যবহার ও বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-দেওয়ান প্রোপার্টিজ লিমিটেডের আরেক ব্যবস্থাপনা পরিচালক জুয়েল হোসেন দেওয়ান, মানিক হোসেন দেওয়ান ও মুজাহিদুল ইসলাম।
সোমবার (২২ মার্চ) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ে বিচারক বলেন, আসামিদের ছয় মাস প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকতে হবে। এ সময় তারা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়াবেন না বা একই ধরনের অপরাধ আর করবেন না। তারা শান্তি বজায় রাখবেন ও ভালো ব্যবহার করবেন। তাদের মধ্যে বিদ্যমান বিরোধ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করবেন। আদালত এবং আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথাসময়ে উপস্থিত হবেন। প্রবেশনকালে আসামিরা ১০টি গাছ (৫টি বনজ ও ৫টি ফলজ) রোপণ করবেন। প্রবেশনকালে আসামিরা এসব শর্ত ভঙ্গ করলে বা তাদের আচরণ সন্তোষজনক না হলে প্রবেশন আদেশ বাতিল হবে ।আদেশ বাতিল হলে তাদের ছয় মাস কারাদ- ভোগ করতে হবে।
উল্লেখ্য, ভয় দেখানো ও মোবাইল ফোন ভাঙার অভিযোগে দেওয়ান প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ দেওয়ান ছিদ্দিক ২০১৭ সালের ৬ জুন কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডিজিটি তদন্ত শেষে কাফরুল থানার উপ-পরিদর্শক হোসনা আফরোজ একই বছরের ১৮ জুলাই তাদের তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন।