ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি
Published : Tuesday, 23 March, 2021 at 12:00 AM
স্বল্প বেতনে একই পদে চাকরি করে, চাকরি জীবন শেষ করতে হচ্ছে, করোনা মহামারীতে ও শিা প্রতিষ্ঠানে কাজ করতে হচ্ছে। তবু নেই কোন পদোন্নতি, নেই প্রণোদনার কোন উপায়। এমনই একাধিক অভিযোগ নিয়ে ৫ দফা দাবীতে সারাদেশের ন্যায় গতকাল কুমিল্লা প্রেসকাবে মানববন্ধন ও কুমিল্লা জেলা প্রশাসক, জেলা শিা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশে বেসরকারি শিা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কুমিল্লা জেলা শাখা। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ন্যূনতম বেতন ১১ তম গ্রেড প্রদান করতে হবে এবং শিার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণীর কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, বর্তমান পদের নাম পরিবর্তন করে অফিস সুপার/প্রশাসনিক কর্মকর্তা/ হিসাবরন কর্মকর্তা পদ সৃষ্টি করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয় ট্রেনিংয়ের ব্যবস্থা করা, শিা মন্ত্রণালয় প্রণীত চাকুরী বিধি ২০১২ বাস্তবায়ন করা, শিাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদন্নতির ব্যবস্থা করা, সকল এমপিওভুক্ত শিা প্রতিষ্ঠান জাতীয়করণ করা। মানববন্ধনে সংগঠনের সভাপতি তুষার আহমেদ বলেন, আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে আমরা পথে বসতে হবে, আমরা প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে কিন্তু আমাদের নাই কোন সামাজিক মর্যাদা নাই কোন অর্থনৈতিক উন্নয়ন। অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, সংগঠনের উত্তর শাখার সহ-সভাপতি মোঃ ফয়সাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন সহ প্রমুখ।এসময় জেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীগন উপস্থিত ছিলেন।