ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হোক
Published : Wednesday, 24 March, 2021 at 12:00 AM
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হোকরমজান আসছে। প্রতিবছরের চেনা ছবি আবার নতুন করে ভেসে উঠতে শুরু করেছে। এ চিত্র বাজারের, যেখানে রোজার মাসে নিত্যপণ্যের দাম বাড়তে থাকে। অনেক সময় ভোক্তার ক্রয়সীমার বাইরে চলে যায়। শবেবরাতের কয়েক দিন আগে থেকে খাদ্যপণ্য বিক্রি বাড়ে। অনেক অসাধু ব্যবসায়ী এই চাহিদা সামনে রেখে কম দামে কিনে কয়েক গুণ বেশি দামে বিক্রি করেন। চাহিদা সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে কিংবা আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে কিনেছেন এমন মিথ্যা তথ্য দিয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করেন। ব্যবসায়ীর কারসাজিতে বাধ্য হয়েই ভোক্তাকে এসব পণ্য কয়েক গুণ বেশি দামে কিনতে হয়। এবার রমজানে এসব কারসাজি রোধে আমদানিকারকদের আমদানির তথ্য শুল্ক গোয়েন্দারা অধিক গুরুত্ব দিয়ে সংগ্রহ করছে বলে কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হয়েছে। এনবিআর সূত্রে কালের কণ্ঠে প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, কোনো আমদানিকারক অতিরিক্ত মুনাফা করতে পেঁয়াজ, খেজুর, ভোজ্য তেল, ছোলা, চিনি ও ডাল এই ছয় খাদ্যপণ্য বেশি দামে বিক্রি করে বাজারে অস্থিরতা তৈরি করলে শুল্ক গোয়েন্দারা তাঁর আমদানি নিষিদ্ধ করার মতো কঠোর ব্যবস্থা নিতে পারবে। জেল-জরিমানার মতো আরো কঠোর পদপে নিতে আমদানিকারকের সব তথ্য স্বরাষ্ট্র, অর্থ, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারে পাঠানো হবে।
বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা মোটেই সংগঠিত নয়। এর সুযোগ নিয়ে এক শ্রেণির ব্যবসায়ীকে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত হতে দেখা যায়। কোনো কোনো সময় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেও পণ্যের দাম বাড়ানো হয়। তবে কঠোরভাবে বাজার নজরদারি করা হলে এই কারসাজি রোধ করা সম্ভব। আবার এটাও ঠিক যে বাজারের নিয়ন্ত্রণ সরকার নিতে না পারলে কোনোভাবেই পণ্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হবে না। কাজেই সরকারকে মূল ভূমিকা নিতে হবে। বাজারের সমান্তরালে একটি বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
রোজা আসছে, এরপর ঈদ। রোজা ও ঈদে পণ্যমূল্য যাতে ভোক্তাদের সাধ্যের মধ্যে থাকে তার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা চাই, মনিটরিং বাড়িয়ে সরকার প্রথম দিন থেকেই বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করুক। একই সঙ্গে টিসিবি আরো কার্যকর করা হোক। রাজধানী ঢাকা শুধু নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও টিসিবির মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ করা হোক।