নকল বৈদ্যুতিক তার বিক্রি অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা
Published : Wednesday, 24 March, 2021 at 12:00 AM
কবির হোসেন,তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে মেসার্স মায়ের দোয়া ইলেকট্রিক দোকানে নকল বৈদ্যুতিক তার বিক্র করার অপরাধে দোকানী মো. ফারুককে ৩০ হাজার টাকা জরিমানা এবং ২৬ কয়েল নকলও তার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ রাশেদা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় এবং নকল তার জদ্ধ করেন। ইউএনও কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আরএফএল কোম্পানির বিজলী নামক নকল বৈদ্যুতিক তার বিক্র করে দোকানী ফারক ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে।