ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মীমাংসিত ইস্যু নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Published : Wednesday, 24 March, 2021 at 12:00 AM
গত  ১৭ মার্চ স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকায় তালতলায় আপন ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধীকে নির্যাতনের অভিযোগে মামলা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মো.আকতারুজ্জামান। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে  ও আমার পরিবারকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। বিচার সালিসে এক বছর আগে মীমাংসিত ইস্যু নিয়ে পুনরায় যড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ মিথ্যা বানোয়াট সংবাদ ছাপিয়েছে। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, গত বছরের ৪ এপ্রিল  আমার ছোট ভাই আসাদুজ্জামানের স্ত্রী আয়শা আক্তার কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশের কঞ্চিতে পড়ে হাত কেটে ফেলে ওই হাত কাটার ঘটনায়  আসাদুজ্জামান বাদি হয়ে আমাদের নামে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। পরে একই বছরের ৫আগষ্ট আমাদের আত্মীয় স্বজনসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গ্রাম্য সালিশে বিষয়টি সমাধান করা হয় এবং আমার ওপর ১০ হাজার টাকা জরিমানা ধার্যকরা হলে আমি তা পরিশোধ করি। এছাড়াও সালিসে সিদ্ধান্ত হয় বাংলা অগ্রহায়ন মাসে চার ভাইয়ের ২২শতক জমি ভরাট করার, জায়গা ভরাটের সিদ্ধান্ত আমি মেনে নিলেও তারা না মেনে গ্রাম্য সালিসে থানায় যে মামলা করেছে তা নিজ খরচে আপোষ মীমাংসা করবে বলে উপস্থিত সকল গন্যমান্য ব্যক্তিদের কথা দিয়েছিলো তা ৮মাস পেরিয়ে গেলেও মামলার কোন আপোষ মীমাংসা করেনি। আসাদুজ্জামান তার স্ত্রী আয়শা আক্তার অপর ভাই নাইরুজ্জামান, অপর ভাইয়ের স্ত্রী আয়শা বেগম একের পর এক আমাকে আমার পরিবারকে মিথ্যা মামলা হামলা করে হয়রানি করে আসছে। সর্বশেষ তারা বিভিন্ন পত্রিকায় গত এক বছরের আগের হাত কাটার ছবি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি অবসর প্রাপ্ত সেনা সদস্য। আমি সশস্ত্রবাহিনীসহ উর্ধতন সকলের সদয় দৃষ্টি কামনা করছি, তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। তারা বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করে আসছে। এ ব্যাপারে অভিযুক্ত আসাদুজ্জামানের কাছে গত এক বছর আগের হাত কাটার ছবি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন কেন জানতে চাইলে তিনি বলেন, আমার স্ত্রী এখন সুস্থ। আমি গত এক বছর অপেক্ষা করে সমাধান না পাওয়ায় সংবাদ প্রকাশ করিয়েছি।