বরুড়ায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা
Published : Wednesday, 24 March, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়ায় গতকাল মঙ্গলবার দুপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বরুড়ায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা প্রোগ্রাম ম্যানেজার আশুতোষ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক সহ অনেকে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ। ঝরেপড়া কিংবা বিদ্যালয়মুখী নয় এমন ৮-১৪ বছর বয়সী শিশুদেরকে এ শিক্ষার আওতায় আনা হবে। উপজেলা পর্যায়ে ৭০টি করে প্রতিষ্ঠান হবে। একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষার্থীদেরকে মাসে ১২০ টাকা করে শিক্ষাভাতা দেওয়া হবে। প্রতিদিন তিনঘন্টা করে ক্লাস চলবে। বাংলাদেশের ৯ লক্ষ শিক্ষার্থীদের টার্গেট করে এ প্রকল্প চালু করা হচ্ছে।