শাহীন আলম, দেবিদ্বার।
করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ ঠেকাতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু করে দিয়েছে দেবিদ্বার থানা পুলিশ। সোমবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে দেবিদ্বার নিউ মার্কেট চত্ত্বরে জনসচেনতা উদ্বুদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে হ্যান্ডমাইকে জনসচেনতা ও মাস্ক বিতরণ করেন অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, সারা বিশ্বের মতো আমাদের দেশেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। জীবন ও জীবিকার তাগিদে মানুষ ঘরের বাইরে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। সাধারণ মানুষের মধ্যে নেই কোন ভীতি, উদ্বেগ ও সচেতনতা। গণ-পরিবহন, হাট-বাজার, বিপণী বিতান, বিনোদন স্পট, লঞ্চ ও বাসে কোথাও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। করোনার এ দ্বিতীয় ধাপ ঠেকাতে ‘জনগণকে সচেতন করতেই পুলিশ সদর দফতর ও কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ও আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। আমরা চাই জনগণ সচেতন হোক। অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হলেই মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি। জোর করে নয়, জনগণকে উদ্বুদ্ধ করতেই এই মাস্ক বিতরণ কর্মসূচি। করোনামুক্ত থাকতে হলে সবাইকে সচেতন হতে হবে।